শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শ্যামনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ ইং ১৭ ই মার্চ-২০২৩ শুক্রবার এ উপলক্ষ্যে সকাল ৯-৩০ মি: উপজেলা প্রশাসন চত্বর থেকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর নেতৃত্বে একটি বিশাল বর্নাঢ্য র্যালী শ্যামনগর উপজেলা পরিষদ ক্যাম্পাস হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন,সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, উপজেলা প্রশাসন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর মহাসিন সরকারী কলেজ,নকিপুর হরিচরন সরকারী মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,শ্যামনগর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনটির তাৎপর্য তুলে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া এবং সবশেষে ছোট ছোট সোনামনিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর মহাসীন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মোঃ আব্দুর রহমান,নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলিফিকার আল মেহেদী লিটন, অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল,শ্যামনগর হাসপাতালের টি এইচ এ ডাক্তার জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর,রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ উদ সাঈদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাবুব বাবু,সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক লায়েস প্রমূখ।