শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০০

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়।

মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি।
শ্যামনগর উপজেলা সদরে নকিপুর বাজারে রমজানের পবিত্রতা রক্ষা উপলক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ আক্তার হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা সদরে প্রমিজ মিস্টান্ন ভান্ডার, মিষ্টি মহল, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী সহ অন্যান্য দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের জন্য ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান। অভিযান পরিচালনায় শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

- Advertisement -

ছবিঃ শ্যামনগরে ভ্রাম্যমান আদালত পরিচালানা করলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।

এই বিভাগের আরও সংবাদ