শ্যামনগরে ভূরুলিয়ায় বিশ্ব পানি দিবস পালিত 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৩

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগরে ভূরুলিয়ায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। (২২ মার্চ) শুক্রবার শ্যামনগর উপজেলার -ভূরুলিয়া ইউনিয়নের মধ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” সহযোগিতায় ‘বিশ্ব পানি দিবস’ পালন করা হয়। । এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বিষয় “শান্তির জন্যে পানি ব্যাবহার” এই স্লোগান সামনে রেখে হাটছালা ইয়ুথ ইনফরমেশন সেন্টার থেকে শুরু করে হাটছালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত প্রদক্ষিণ করে নিরাপদ পানি ব্যাবহার ও সচেতনতা বিষয়ক প্রদর্শনী ও র ্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১নং ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল আলম বাবু,ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জেনুইন চাকমা, ও হাটছালা যুব সংঘের সাধারণ সম্পাদক ভবতোষ বৈরাগী , এছাড়া ক্লাবের সকল সদস্যগণ, এলাকার জনগণ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় চেয়ারম্যান জাফরুল আলম বাবু বলেন পানির অপর নাম জীবন, পানির সঠিক ব্যাবহার, নিরাপদ পানির সঠিক ব্যাবহার নিশ্চিতকরণ,দষণমুক্ত পানির ব্যাবহার, লবণাক্ত পানির ব্যাবহার থেকে বিরত থাকা এইসব বিষয়ে আলোচনা হয়। এছাড়া ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বলেন নিরাপদ পানি নিশ্চিতকল্পে ওয়ার্ল্ড ভিশন সবসময় নিরাপদ পানি ব্যাবহার নিশ্চিতকল্পে সচেতনতা করা ও বাস্তবায়ন করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের এই বিশ্ব পানি দিবসের আয়োজন হয়েছে। পরিশেষে হাটছালা ইয়ুথ ক্লাবের সঞ্চালনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ