শ্যামনগরে ভিক্ষুককে হুমকি, থানায় জিডি।
বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের ভিক্ষুক মো: হোসেন মোল্যাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় রবিবার (১৬ অক্টোবর) শ্যামনগর থানায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন আবুল হোসেন মোল্যা। যার নম্বর ৮২৭ (১৬/১০/২০২২)
তিনি ডায়রিতে অভিযোগ করেন তার বসতভিটা অবৈধভাবে দখলের পায়তারা করছে তার প্রতিবেশী আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত আহম্মাদ আলীর পুত্র মো: মোশারাফ সরদার। এরই ধারাবাহিকতায় বিগত ১৩ অক্টোবর মোশারাফ সরদার তার ভ্রাতৃষ্পুত্র মো: মিজানুর রহমানকে লেলিয়ে দিয়ে ভিক্ষুকের বসতবাড়ি ভাংচুর এবং ভিক্ষুক ও তার স্ত্রীকে মারপিট করায়। এঘটনায় সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় ১৫ অক্টোবর শনিবার গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ হলে পরদিন অর্থাৎ ১৬ অক্টোবর সকালে মোশারাফ সরদার, তার ভ্রাতৃষ্পুত্র মিজানুর সরদার, মিজানুর সরদারের পুত্র শাহীন সরদার সংঘবদ্ধ হয়ে ভিক্ষুক হোসেন মোল্যাকে শাসিয়ে আসে এবং সুযোগ পেলে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে।
অভিযুক্ত মো: মোশারাফ সরদার ও মিজানুর সরদারের নিকট জানতে চাইলে তিনি হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন।
এ ঘটনায় প্রশাসনকে ভিক্ষুক আবুল হোসেন মোল্যার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন এলকাবাসী।