শ্যামনগরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজমুল হুদা রিপন
নুরুজ্জামান শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হুদা রিপন বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীকে ১৯ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন লিটন মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৭২ ভোট।এছাড়া অপর প্রার্থীদের মধ্যে কৃষ্ণানন্দ মুখার্জী টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯২১ ভোট, সাগর চন্দ্র মন্ডল চশমা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৩৪ ভোট, রেজাউল করিম বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬০৩ ভোট, বিধান কুমার জোয়ারদার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১১৪ ভোট, সিকান্দার আবু জাফর বই প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯২৬ ভোট ও সুকণ্ঠ আউলিয়া তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৮৫ ভোট। বুধবার (৮ মে) রাতে গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় এ তথ্য জানায়।