শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ দুই যুবক হাসপাতালে।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৮
  • নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র লোহার রড ও প্রতিপাতের একই পরিবারের একজন মহিলা ও দুই যুবক গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক মামলাম প্রস্তুতি চলছে। শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামের মরহুম জামাত আলী গাজীর পুত্র মোঃ আকবর হোসেন (৫৫) বাদী হয়ে একই গ্রামের আব্দুল জলিল গাইনের পুত্র মোঃ রাসেল, মৃত জামাত আলীর পুত্র মোঃ আজগার আলী, মুজিবর রহমানের পুত্র মুন্না গাইন, মোঃ আবুল বাশারের পুত্র মোঃ জাকির হোসেন ও মৃত আব্দুর রহমান গাইনের পুত্র মোহাম্মাদ আলী গাইনের বিরুদ্ধে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ বরাবরা অভিযোগে উল্লেখ করেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১০/০৫/২০২৪ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টায় উক্ত বিবাদীগন তাদের আরও সহযোগীদের সাথে নিয়ে অন্যায় ও অবৈধ্যভাবে গায়ের জোরে আমার বাড়ীর ভেতরে অনধিকার প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের সকলকে উদ্দেশ্য করে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে তাদের কাছে থাকা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিঠ করে আমার পুত্র ও আমার ভাতিজাকে গুরুতর জখম করে। আমার পুত্রকে মাটিতে ফেলে বুকের উপর উঠে দাড়িয়ে ও আমার ভাতিজাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমার স্ত্রী ঠেকাতে গেলে তারা আমার স্ত্রী কেও মারপিঠ করে এবং তার গলায় থাকা ৬০ হাজার টাকা মুলের স্বর্ণের চেইন ছিনতাই করে বাড়ীঘর ভাংচুর করে লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় তাদের ডাক চিৎকারে এজহারে উল্লেখিত স্বাক্ষীগণ ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মোঃ আকবর হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শ্যামনর থানা অফিসার ইনচার্জ বরাবর এজাহার দাখিল করে। তদন্ত পূর্বক মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ