শ্যামনগরে দুস্থ ও অসহায় মানুষের জন্য রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শ্যামনগরের রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় রিডা হাসপাতাল চত্বরে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ মাসুদুল আলম দোহা।বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপক (এসপিও) বাংলাদেশ কৃষি ব্যাংক (শ্যামনগর শাখা) অরুণ কুমার মন্ডল এবং সভাপতি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর এস কে সিরাজ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিডা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আব্দুল্যাহ আল মামুন।রিডা হাসপাতাল এবং “সিপা” সংগঠনের যৌথ সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শীতার্ত মানুষের দুঃখ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও অসহায় মানুষ শীতবস্ত্র পান।রিডা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আব্দুল্যাহ আল মামুন বলেন, দুস্থ ও অসহায় মানুষের হতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। উপকূলীয় জনপদে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রিডা হাসপাতালের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ