সোমবার ,  ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

শ্যামনগরে গ্লোবাল ওয়ান এর পক্ষ থেকে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ।

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
গ্লোবাল অন একটি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান যাহা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারী শিশু এতিম, প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতিপূর্বে গ্লোবাল ওয়ান কতৃক সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২০ টি পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে । এরই ধারাবাহিকতায় ১৯শে ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা আটুলিয়া ইউনিয়নে গরিব দুঃস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করার লক্ষে ২০ টি টিউবওয়েল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সাংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন, তবে বিষয় থাকে যে মাননীয় সাংসদ সদস্য শারীরিক ভাবে অসুস্থ থাকার কারনে স্ব শরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি তবে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তার প্রতিনিধি পাঠিয়েছিলেন। প্রতিনিধির মাধ্যমে মাননীয় সংসদ সদস্য বলেন এলাকার মানুষের জন্য আন্তর্জাতিক ভিত্তিক সংস্থা গ্লোবাল ওয়ানের এধরণের কার্যক্রমের প্রশংসা করেন। তার নির্বাচনী এলাকায় গ্লোবাল ওয়ানকে কে স্বাগত জানান। এবং তার এলাকার জন্য নিরাপদ সুপ্রিয় পানি সহ ভবিষ্যতে অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য গ্লোবাল ওয়ান কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন গ্লোবাল অন হেড অফ লজিস্টিক এন্ড প্রোগাম ইমপ্লিমেন্টশন জনাব মোঃ রমজান আলী ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান সহ আটুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।