শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৮৩

 

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

- Advertisement -

সাতক্ষীরা’র শ্যামনগরে খরিপ-২/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ফসলের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রাসায়নিক সার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,কৃষিবিদ মোঃ নাজমুল হুদা।

এই বিভাগের আরও সংবাদ