শ্যামনগরে এ্যাসেট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
ইপেপার / প্রিন্ট
আব্দুল আলিম, শ্যামনগরঃ
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আওতায় ও ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসআইএসসি) এর তত্ত্বাবধানে বিনা খরচে তিন মাস ব্যাপী অনুষ্ঠিত গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ও টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ই জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর ও শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এম এ আলিম খাঁনের সঞ্চালনায় ও ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান বলেন, এসব সুবিধাবঞ্চিত বেকার যুবক যুবতীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলে শ্যামনগর তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, আসমা উল হুসনা, উম্মে উনাইজা ও টিডিএম প্রশিক্ষণ কো-অর্ডিনেটর রানী বালা বিশ্বাস প্রমূখ।
