রবিবার ,  ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

শ্যামনগরে এক মৎস্য ব্যাবসায়ীকে স্ত্রী ও সন্তান কতৃক মারপিট।

প্রকাশিত হয়েছে-

শ্যামনগরে এক মৎস্য ব্যাবসায়ীকে স্ত্রী ও সন্তান কতৃক মারপিট।

বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলা গোপালপুর গ্রামের আব্দুল জলিল নামের এক এক মৎস্য ব্যাবসীকে তার স্ত্রী ও সন্তান কতৃক হামলার শিকার হয়েছে। আহত মাছ ব্যাবসায়ী গোপালপুর গ্রামের জোব্বার আলী গাজীর পুত্র। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহত মৎস্য ব্যাবসায়ী জলিল কে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার স্বীকার জলিল জানান আমি গত ইং ২৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাক ৩ টার দিকে বাজার থেকে মাছ বিক্রি করার শেষে বাড়িতে ফিরলে হঠাৎ তার স্ত্রী আনিছা খাতুন ও তার দুই সন্তান আনিসুল ইসলাম ইমন এবং সিয়াম কবির শুভ আমাকে কোনো কথাবার্তা ছাড়াই আমার উপর হামলা চালায় এবং আমাকে বেধড়ক ভাবে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে,আমি মারাত্মক ভাবে আহত হই এবং পরবর্তীতে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় তারা আমাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমাকে আমার স্ত্রী সন্তানরা বিনা অপরাধে আমাকে নির্মমভাবে যেভাবে মারপিট করেছে প্রশাসনের নিকট এর বিচার চাই যাহাতে ভবিষ্যতে কোনো স্বামীকে আমার মতো স্ত্রী সন্তান কতৃক এই রকম হামলার স্বীকার হতে না হয়।