শ্যামনগরে একশান এইড বাংলাদেশ ও তরুণ তরুণী দের বৃক্ষরোপণ কর্মসূচি
আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সদর ও রমজান নগর ইউনিয়নে।অর্থয়ানে :একশান এইড বাংলাদেশ বাস্তবায়নের : পিপীলিকা ইয়ুথ টিম ও রংতুলি ইয়ুথ টিমের এর সার্বিক সহযোগিতায় শ্যামনগর সদর একটি ও রমজান নগর দুটি স্কুলের মাঠে মোট ১১ প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছ জাম,তেঁতুল,আমলখি,নইল,বহেরা,আইসফল,কদবেল, ছপেদা,আরো বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশ গ্রহণ করেন অত্র স্কুলের প্রধান শিক্ষকগন ও সহ : শিক্ষকগন উপস্থিতি ছিলেনস্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতিগন তানারা গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ এর উদ্বোধন করেন। আজ রবিবার (১৬ই জুলাই ২০২৩) উপকূল এলাকায় এ কর্মসূচির একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একশান এইড বাংলাদেশ (এল আর পি ৫৪)সাতক্ষীরা শ্যামনগর অফিসের প্রতিনিধি গৌরব কুমার মন্ডল ও মোমিনূর রহমান উপস্থিত ছিলেন।
, চলতি বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য- ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের মৌলিক চাহিদাগুলো, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা অব্যাহত থাকবে ।