শ্যামনগরে উম্নুক্ত বাজেট ঘোষণা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত।
আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে উম্নুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে মে (বুধবার) বিকাল ৫ টার সময় শ্যামনগর উপজেলার ৩ নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ (পৌরসভার) চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্নুক্ত বাজেট ঘোষণা , বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি (পৌরসভার) চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. এস জহুরুল হায়দার (বাবু)।
শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, খূলনা বেতারের নিয়মিত গীতিকার গোলাম মোস্তফা,হায়বাতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শ্যামনগর সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ দেলোয়ারা বেগম, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কুমুদ রজ্ঞন গায়েন, উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক রণজিৎ বর্মণ, সাংবাদিক ডাঃ তপন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম সহ সদর ইউপি (পৌরসভার) সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সদর ইউনিয়ন প্রস্তাবিত পৌরসভার নাগরীকবৃন্দ।উম্নুক্ত বাজেট ঘোষনায় সভাপতি তার বক্তব্যে বলেন-“শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা)২০২৩-২০২৪ অর্থ বছরের মোট বাজেট ব্যয় ধরা হয়েছে দুই কোটি চৌদ্দ লক্ষ উনচল্লিশ হাজার দুই শত টাকা মাত্র। তিনি আরো বলেন এবারের বাজেট জনবান্ধব বাজেট, এবারের বাজেট সর্বশ্রেনী পেশার মানুষের জন্য কল্যাণকর বাজেট। তিনি আরও বলেন-“বিগত দিনের অসম্পন্ন কাজগুলো এবার সম্পন্ন করে এই বাজেট অনুযায়ী শ্যামনগর পৌরসভাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাব এবং ডিজটাল পৌরসভায় রুপান্তরিত করব।”বাজেট অধিবেশনে শ্যামনগরের গুনীজনদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি এস এম জহুরুল হায়দার (বাবু)। পরিশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মো: কামরুজ্জামান।