শেখ ইলিয়াস হোসাইন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থা “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)”–এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ইলিয়াস হোসাইন-কে মনোনীত করা হয়েছে।সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, মানবাধিকার রক্ষা, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তার নিবেদিত ভূমিকার স্বীকৃতি হিসেবে শেখ ইলিয়াস হোসাইন-কে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত, বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সংস্থাটি নারী, শিশু, শ্রমজীবী, সংখ্যালঘু ও অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা পালন করছে।সংগঠনের পক্ষ থেকে শেখ ইলিয়াস হোসাইন-এর নেতৃত্বে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।এই দায়িত্ব পাওয়ায় শেখ ইলিয়াস হোসাইন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে মানবাধিকার ও সামাজিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ