শীর্তাতদের মাঝে মধ্য মাকহাটি যুব সমাজের কম্বল বিতরণ।
মধ্য মাকহাটি যুব সমাজের উদ্যোগে পাচ শতাদিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
ঢাকা: কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে মধ্য মাকহাটি যুব সমাজ। এরই অংশ হিসেবে সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। মধ্য মাকহাটি যুব সমাজের উদ্যোগে পাচ শতাদিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিবিদ মিজানুর রহমান মল্লিক, মাহাদী হাসান মল্লিক ও শাফিউল আলম মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, সার্বিক সহযোগিতায় ছিলেন , মোল্লাকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর মেম্বার খলিল মাঝি, আরো ছিলেন মোঃ আনিস, নজরুল বেপারী, জাহাঙ্গীর মল্লিক, আনিস মল্লিক, অপু মল্লিক, সানভী আহমেদ রুবেল, সেকুল মাহমুদ সহ অনেকে।