বুধবার ,  ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ -  শরৎকাল

শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে ছাত্রদল সভাপতির প্রশ্ন

প্রকাশিত হয়েছে-

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কিভাবে ছাত্রত্ব থাকে।’বৃহস্পতিবার (২৬ জুন) জবি ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফরম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তুলেন তিনি।

 

্ছাত্রলীগের পুনর্বাসনে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করছে দাবি করে তিনি বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালায় নিষিদ্ধ সংগঠনের এই নেতা কর্মীরা। আর এই ছাত্রলীগদের পুনর্বাসন করছেন ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ। বাংলা কলেজের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।’তিনি আরও বলেন, ‘বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নিবো না।’

 

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নিষ্ক্রিয় নেতাদের হুঁশিয়ার ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয় আছেন, তাদের ৫-৬ দিনের মধ্যে তালিকা করা হবে। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। আহ্বায়ক কমিটি যাচাই-বাছাই করার পর প্রত্যেক ডিপার্টমেন্টে কমিটি ঘোষণা করবো। রানিং শিক্ষার্থীদের দিয়েই বিভাগের কমিটি দেওয়া হবে।