শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ইন্টারএইডের উদ্যোগে মহান ২৬শে মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ইন্টারএইডের প্রধান কার্যালয়ে (২৭ মার্চ ২০২৩) বিকেল ৩:৩০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেডিএ সদস্য মোঃ জামাল উদ্দিন বাচ্চু। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্টারএইডের পরিচালক মোঃ আজিজুল হক ।
উক্ত আলোচনা সভায় ইন্টারএইডের পরিচালক বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক যথাক্রমে মোঃ আনিসুর রহমান এবং শেখ মাহরুফুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাদল, মো: আনিছুর রহমান, মামুনুর রশীদ মামুন, ইমন, আফ্রিদী,প্রমি,ইতি ও ফয়সাল সহ প্রমুখ।