শহীদদের স্মরণে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি পটুয়াখালীতে দোয়া ও ইফতার।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০৯

শহীদদের স্মরণে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি পটুয়াখালীতে দোয়া ও ইফতার।

স্টাফ রিপোর্টার:-

- Advertisement -

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা (অসকস-বাংলাদেশ) কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রোববার ২৬শে মার্চ বিকাল মহান দিবস টি উপলক্ষে ইফতার পার্টি ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বাওফল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার,সাবেক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যর, অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা পদক প্রাপ্ত বীর উত্তম শামসুল আলম তালুকদার এর সন্তান শিল্পপতি,সমাজসেবক তারুণ্যের অহংকার জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) আবদুল কাইয়ুম, কর্পোরাল (অবঃ) খলিলুর রহমান, প্রমূখ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের (অসকস- বাংলাদেশ) বাউফল উপজেলা ফুলের তোড়ার মাধ্যমে বরণ করে নেন এবং অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি বাউফল উপজেলা কর্তৃক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়,।
পরে শহীদদের স্মরণে দোয়া ও ইফতারের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটির সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ