লালমনিরহাটে জোর করে জমি দখলের অভিযোগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩০৫

মোঃশাহীন আলম ,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে বকুল চন্দ্র রায়ের আবাদি জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী আফজাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

- Advertisement -

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ৮টার দিকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বকুল চন্দ্র রায় বাদী হয়ে আফজাল হোসেনকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের কামার পাড়া গ্রামের লঙ্কেশ্বর রায়ের ছেলে বকুল রায়ের কাছ থেকে একই এলাকার মৃত আমির উল্লাহর ছেলে আফজাল হোসেন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে বকুল রায়কে বেধড়ক মারধর করেন আফজাল ও তার সহযোগীরা। এ সময় বকুল রায়ের মা ছেলের ওপর অত্যাচার সহ্য করতে না পেয়ে ঘর থেকে নগদ দশ হাজার টাকা এনে আফজালের সহযোগী রিয়াজুলের হাতে দেন। আরও ১ লাখ ৯০ হাজার টাকা দিতে না পারায় বকুল রায়ের আবাদি জমিতে জোর করে সুপারি গাছ লাগায় আফজাল ও তার লোকজন। এছাড়াও বাকী টাকা না পেলে বকুল রায়কে মারধরসহ তার পরিবারকে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয় তারা।

এ বিষয় আফজাল হোসেন বলেন, তার জমির কিছু অংশ তাদের বাকী অংশিদারের কাছে দলিল মুলে নেয়া হয়েছে। যে জমি টুকু দখলে নিয়েছি তা দলিল করে দেয়ার প্রস্তাব রাখা হয়েছে। তবে দখলকৃত জমিটির কোন কাগজপত্র বা দলিল হয়নি বলে আফজাল হোসেন নিজেই স্বীকার করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ