লঘুচাপে উত্তাল সমুদ্র সৈকত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এতে করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৈকতের আড়াই কিলোমিটার জায়গা।শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, সমুদ্রের উত্তাল ঢেউয়ে সৈকতের আড়াই কিলোমিটার জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে চিন্তিত থাকেন উপজেলার মানুষগুলো। সব থেকে বেশি সমস্যা পোহাতে হয় সৈকতের তীরবর্তী জেলেদের।

- Advertisement -

এদিকে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কুয়াকাটার ঝাউবন এলাকার জেলে মো. মাহাবুব জানান, সকাল থেকে বসে আছি সাগরে যাব। কিন্তু সাগর অনেক গরম। তাই যেতে পারছি না।

অপরদিকে, সাগর উত্তাল থাকলেও অনেক পর্যটকদের সৈকতে ঘুরতে দেখা যায়।

পটুয়াখালীর জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আক্তারজামান বলেন, লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ৩ দিন উপকূলজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল হয়েছে। যদিও পর্যটকদের উপস্থিতি কম। তারপরও যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ