রূপসায় ফেসবুকে পোস্ট দিয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যা,

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আহম্মদ হুসাইন,খুলনা প্রতিনিধি: খুলনা রূপসায় নিজের ব্যবহৃত লুঙ্গি গলায় পেঁচিয়ে আম গাছের সাথে ঝুঁলে এক যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে ১২ জুন বৃহস্পতিবার রাত ৩ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে উপজেলার ইলাইপুর গ্রামে যুবকের নিজ বাড়িতে।

আত্মহত্যায় নিহত সাব্বির শেখ (১৯) ইলাইপুর নিবাসী মোঃ রবিউল ইসলামের পুত্র। সে রূপসা কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র ছিল।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সে অনেক রাত করে বাড়ি আসায় পরিবাররের লোকজন তাতে বকা দেয়। সেই ক্ষোভে মোঃ সাব্বির শেখ নিজের ব্যবহৃত লুঙ্গী ছিড়ে গলায় পেঁচিয়ে বাড়ীর ভেতরে আম গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে ১২ জুন রাত ৩ টার সময় ফেজবুকে একটি পোস্ট করে “জীবনের ইতি পূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী” কথাটি লিখে গেছেন।
পুলিশ জানায় , মৃত্যুর সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে পরিবারের প্রতি অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই ইমরান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ