রাবি ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি রেজওয়ান, সম্পাদক নাজমুল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৫৩

দীন ইসলাম, রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফিক ক্লাবের ২৪-২৫ সেশনের ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রণি সভাপতি ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি সৈয়দ আসির হা-মীম বৃন্ত উক্ত কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লান হোসেন,মিডিয়া সম্পাদক দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদোয়ান আহমেদ,জনসংযোগ বিষয়ক সম্পাদক দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় সাহা নীল,হেড অফ কন্টেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ ও সাংগঠনিক সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম,ভেটেনারি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল হাসান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান আবিদ।

ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর্সের পক্ষ থেকে সাবেক সভাপতি সৈয়দ আসির হা-মীম বৃন্ত বলেন,’সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে তরুণ মুখদের আমরা নেতৃত্বে নিয়ে আসতে চাই।ফটোগ্রাফি চর্চায় আমাদের ধারাবাহিক কার্যক্রমকে আরও বেগবান করতে একটি সম্পূর্ণ নতুন সাংগঠনিক কাঠামো, নতুন কমিটিকে সাথে নিয়ে নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়নই আমাদের লক্ষ্য’।

এই বিভাগের আরও সংবাদ