রাত পোহলেই কালিগঞ্জ মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন
জিএম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সোমবার ৩১শে অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতহীনভাবে অনুষ্ঠিত হবে।
সারোজমিনে গিয়ে দেখা যায় নির্বাচনকে ঘিরে ভোটার এবং প্রার্থীদের ভিতরে টানটান উত্তেজনা এবং আনন্দময় ছন্দ। প্রার্থী গণ ভোটের প্রচার প্রসারের জন্য ব্যানার পোস্টার ফেস্টুনের চাদরে মুড়িয়ে রেখেছেন মৌতলা বাসস্ট্যান্ড সহ বাজারের প্রতিটি অলিগলি। ইতিমধ্য বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির নির্বাচনের ইমেজ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়েও টানটান উত্তেজনা ও আনন্দমুখর এমনটাই ধারণা সাধারণ ভোটারদের। মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়ী কমিটির ভোটার ১৫১ জন যার ভিতরে মহিলা ভোটারের সংখ্যা ১ জন।
সাধারণ ভোটাররা সংবাদ কর্মীদের জানান মৌতলা বাস স্ট্যান্ড শুরুলগ্ন থেকে এখনো পর্যন্ত কখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিগত দিনে কমিটি গঠন হয়েছে সিলেকশনের মাধ্যমে। এবার আমরা ভোটের মাধ্যমে আমাদের বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করব।
নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী জানা যায় পাঁচটি গুরুত্বপূর্ণ পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে দুইজন শেখ আজগর আলীর (ঘোড়া) প্রতীক নিয়ে এবং শেখ জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে দুইজন জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রফিকুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক নিয়ে এবং কাজী নুর মোহাম্মদ ডাবলু (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজানুর রহমান (চিংড়িমাছ) প্রতীক নিয়ে এবং আব্দুল গফুর গাজী (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোষাধাক্ষ পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমান হীনো (তালা) প্রতীক নিয়ে এবং কাজী মাহবুবুর রহমান মাহি (মাছ) প্রতীক নিয়ে, ডাক্তার আলতা মাসুল (টসলাইট) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দপ্তর সম্পাদক পদে দুইজন মোঃ রাইসুল ইসলাম (ভ্যানগাড়ী) প্রতীক নিয়ে এবং শেখ বাবলুর রহমান (বক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন আলহাজ্ব মোঃ গোলাম সারোয়ার। সহযোগী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন। কাজী হাফিজ উদ্দিন বাবু ইউপি সদস্য মৌতলা ইউনিয়ন পরিষদ ৭ নম্বর ওয়ার্ড, পরিতোষ সাহা,আশরাফুর রহমান,মোঃ আব্দুস সাত্তার,মুজিবুর রহমান।
মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়ী কমিটির নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। মৌতলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস মোড়ল।
এছাড়াও নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে দুইটি বুথে পর্যাপ্ত পরিমাণ থানা পুলিশ, সাংবাদিক , আনসার ভিডিপি, গ্রাম পুলিশ থাকবেন এমনটা জানিয়েছেন ব্যবসায়ী কমিটির গঠিত নির্বাচন কমিশন।