রহনপুরে স্বেচ্ছা সেবী সংগঠন (তারুণ্য) এর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আমিনুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার একটি স্বেচ্ছাসেবী সংগঠন (তারুণ্য)ঈদ আনন্দ ভাগাভাগি করতে। অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় (৯ এপ্রিল) (২০২৪) রহনপুর সরকারি এবি স্কুল মাঠে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১০০ টি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন “(তারুণ্য”)
অন্যান্য বছরের মতো তারই ধারাবাহিকতায় এবারও সমাজের অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
আজকের আয়োজনে উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ রহমান (কাজল),সভাপতি ফাহমিদ হুসাইন, সাধারণ সম্পাদক মোঃ রিফাতুজ্জামান অপু,
সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ নিরব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
২০১৭ সালে বন্যাকবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন (তারুণ্য ) নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।