মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবক মেহেদীর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের ঠিক আগমুহূর্তে উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মেহেদী দক্ষিণ গজারিয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় তার পরিবার, প্রতিবেশী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ