মনপুরায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও রক্তদান কর্মসূচি বাস্তবায়ন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হুমায়ুন কবির,মনপুরা প্রতিনিধিঃ-
আজ ভোলার মনপুরা উপজেলায় জমকানো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। উদযাপিত কর্মসূচিতে আনন্দ রেলি ও রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তরুণ নেতৃত্বের জনপ্রিয় ছাত্রদল সভাপতি ইকরামুল কবিরের নেতৃত্বে পুরো মনপুরা উপজেলা চত্বর ও প্রশাসনিক জোন হাজির হাট বাজার প্রদক্ষিণ করে কয়েক শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ।। সুসজ্জিত র‍্যালিটির নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা, মোঃ শহিদুল ইসলাম শাহিন, উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ রাজিবুর রহমান পরশ, উপজেলা ছাত্রদল সদস্য রাসেল ইকবাল হাওলাদার, আফসার উদ্দিন বাপ্পি, সৈয়দ মাকসুদ, মোঃ বাবুল আকরাম, আব্দুল মতিন সদস্য, মোঃ মনির হোসেন। আনন্দ রেলির নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল আহবায়ক সুজন মাহবুব, সদস্য সচিব মোঃ স্বপন মিয়া, যুগ্ন আহবায়ক মোঃ আপ্পান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল মতিন, ইয়ামিন পাটোয়ারী, মোঃ শিহাব উদ্দিন, মোঃ মেহেদী রুবেল, মোঃ সাব্বির আহমেদসহ আরো অনেকে। পরবর্তীতে রেলি শেষে আলোচনা সমাবেশ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন রক্তদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার সাবেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী দলের অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, যুবদল আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, যুবদল সদস্য সচিব, হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক, মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব হোসেন হাওলাদারসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, মনপুরা উপজেলা ছাত্রদল শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে, রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন কর্মসূচি, ঈদ সামগ্রী বিতরণ, রমজান সামগ্রী বিতরণ, ইফতার কর্মসূচিসহ নানামুখী সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছেন।।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ