মঙ্গলবার ,  ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

ভূরুলিয়া ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন কতৃক দুই দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে-

গাজী আদনান, শ্যামনগর উপজেলা প্রতিনিধি:

অদ্য ১৩ ও ১৪ ই ডিসেম্ভর (সোমবার ও মঙ্গলবার ) ভূরুলিয়া নাগবাটী হাইস্কুলে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউ এস এ আই ডি (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর মধ্যে দুই দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি প্রশমনে ঘূর্ণিঝড় পূর্বাভাস, অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসার উপর রিফ্রেসার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ১নং ভূরুলিয়া ইউনিয়নের UDMC,WDMC,CPP,Youth Club এর সদস্যগন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা