ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর উদ্যোগে প্রতিষ্ঠিত ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। ভাব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম. এম. জাহিদ হাসানের সভাপতিত্বে ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-ইউএসএ-র সেক্রেটারি মতিলাল পাল,

- Advertisement -

উপস্থিত ছিলেন আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আফলাতুন নাহার। অনুষ্ঠানে ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দক্ষ মানবসম্পদ তৈরির জন্য ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ