শনিবার ,  ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

মেহদী হাসান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলাধীন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা জানুয়ারি ২০২২ খ্রি.) সকাল ১০ ঘটিকায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী। বই বিতরণকালে তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সর্ব প্রথম প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করে নজির সৃষ্টি করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর প্রায় ৩৮ কোটি বিনামূল্যে বই দিয়ে আর এক ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন দেশকে ডিজিটাল করতে হলে পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল,প্রাক্তন শিক্ষক আব্দুস সবুর,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজুসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।