বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

দুই দিনের বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বিস্তীর্ণ এলাকায় পানিতে সয়লাভ হয়ে গেছে। শহরের বিভিন্ন সড়ক, আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান জলাবদ্ধ হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও দুর্বালতায় পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা, রোগী ও সাধারণ পথচারীরা।সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রের জজ কোর্ট সড়ক, জেলা প্রশাসক সংলগ্ন সড়ক, পৌর বাজার, লক্ষীনারায়নপুর সড়ক, হরিনারায়ণপুর সড়ক, দরগা বাড়ি ও খন্দকারপাড়াসহ বিভিন্ন স্থানের সড়কে ও দোকানপাটে পানি উঠেছে। স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই শহরে এমন জলাবদ্ধতা দেখা দেয়। সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখি না ৷ পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ও সক্রিয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে। আনিসুর রহমান নামে আরেকজন বলেন, যদি বৃষ্টিপাত না কমে এবং নিষ্কাশন কার্যক্রম শুরু না হয় পরিস্থিতির আরও অবনতি হবে। ইকবাল নামে শহরের আরেক বাসিন্দা বলেন, শহরের প্রধান আবাসিক এলাকা হাউজিং পানিতে সয়লাভ। টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিবে।