বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ইপেপার / প্রিন্ট
ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ
উপজেলার এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছেন মাদারগঞ্জ উপজেলার সিধুলী গ্রামে। অনশনরত ওই তরুণীর নাম রুমা (ছদ্মনাম), তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা ও সিধুলী গ্রামের এক যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেলে হতাশ হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন রুমা। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে তিনি ওই বাড়ির সামনে অনশন শুরু করেন। তার দাবি—প্রেমিক তাকে বিয়ে করুক, নতুবা সে এখান থেকে যাবে না।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনশনরত রুমা বলেন, “আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন সে বিয়ের কথা অস্বীকার করছে। আমি এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে প্রেমিকপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
