বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজী মোঃ মনিরুল হক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রাকিবুল ইসলাম রঞ্জু:মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তাঁর জানাজার জন্য আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এ সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিবহাজী মোঃ ( মনিরুল হক) এক বিবৃতিতে শোক প্রকাশ করে তিনিবলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। নীরব দৃঢ়তার সঙ্গে দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তিনি অনন্য অবদান রেখেছেন।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি একজন অভিভাবক হারালো, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ