বুধবার ,  ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ -  হেমন্তকাল

বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে-

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল, ওয়াইবিএইচজি। দাতো’ জাকারিয়া বিন শাবান আজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহামান্য (মাননীয়) জনাব মোঃ শামীম আহসানের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি ২৪ জুলাই ২০২৫
পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের মধ্যে অভিবাসন ও শ্রম ব্যবস্থাপনা, অভিবাসী কর্মীদের সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অভিবাসন সহযোগিতা, অভিবাসন ও কর্মী ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী নাগরিকদের কল্যাণের দিকগুলি নিয়ে কৌশলগত আলোচনার মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য এই সফর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

টিওয়াইটি হাই কমিশনারের সাথে ছিলেন ডেপুটি হাই কমিশনার মিসেস মোসাম্মৎ শাহানারা মনিকা, স্টাফ কাউন্সেলর জনাব সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর জনাব ডঃ মুর্শেদ আলম।

এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন প্রবাসী সেবা বিভাগের পরিচালক তুয়ান আব্দুল হাদি বিন মোহাম্মাদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুয়ান মাজওয়ান বিন আব মানান, তুয়ান মোহাম্মদ রাজীপ বিন ইয়াসিন, বিদেশী কর্মী বিভাগের উপ-পরিচালক মিসেস ইফফা, এনসাবিন, উপ-পরিচালক মিসেস ইফফা এনসাবিন। বিভাগ এবং পারমিট এবং মিসেস এলনিনা কারমেলা বাহানাং আনাক উনগান, আন্তর্জাতিক সম্পর্ক ইউনিট, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান।

সাক্ষাৎ শেষে জানানো হয়, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সব পক্ষের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।