বন বিভাগের গাফিলতি ও ঘুষ বাণিজ্যের কারণে সুন্দর বনের মধু সিন্ডিকেটের কবলে।
বন বিভাগের গাফিলতি ও ঘুষ বাণিজ্যের কারণে সুন্দর বনের মধু সিন্ডিকেটের কবলে।
বিশেষ প্রতিনিধিঃ বুড়িগোয়ালিনী ৭১ নং ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১০টায় মধুর পাশ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী ২০২৩ অনুষ্ঠিত হলেও বন বিভাগের দেখে রাখা মধুর চাক চোরারা কেটে নেওয়ায় প্রাক্টিকাল মধু কাটা না হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তা কৌশলে স্হানত্যাগ করেছেন। এ নিয়ে বুড়িগোয়ালিনীতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা রেঞ্জ ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান পুরুষ প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মধু গবেষক মইনুল আনোয়ার, ৯ নং বুড়িগোয়ালিনী ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,১২নং গাবুরা ইউ পি চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম ওয়াল টিমের আবু জাফর , সিএন এস এর প্রতিনিধি শহিদুল ইসলাম, মৌয়াল আব্দুল হাকিম প্রমূুখ্য। আলোচনা শেষে ১শত ৫৩টি নৌকায় মধু আহরণের পারমিট প্রদান করেন অতিথি বৃন্দ। এর পর দোয়া পরিচালানা করেন হাফেজ রেজাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরেষ্টার মনিরুল ইসলাম। অনুষ্টান শেষে প্রতিবারের ন্যায় কলাগাছি বন টহল ফাড়ির সংলগ্ন এলাকায় প্রাকটিক্যাল মধুর চাক কেটে বিভাগীয় বন কর্মকর্তা খুলনায় চলে যান। এবার মধুর চাকটি চোরারা কেটে নেওয়ায় এবার কাটা না হওয়া তিনি কৌশলে স্থান ত্যাগ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। লোকেদের মুখে বলাবলি করতে শোনা গেছে দীর্ঘ ২৫/৩০ বছর ধরে প্রতি বছরের ন্যায় মধু আরণের আনুষ্টিকতা শেষ করে বিভাগীয় বন কর্মকর্তা বন সদস্যদের পাহারা দিয়ে রাখা মধুর চারটি কেটে খুলনায় চলে যান। এ বছর চোরারা মধুর চাককি কেটে নেওয়ায় মধু প্রাক্টিকাল না কেটে কৌশলে খুলনায় চলে যান। এত বছরের চালোয়িত নিয়মটি সাতক্ষীরা রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা বিলীন করে দিল। মুলত কারণ মধুর পাশ দেওয়ার পূর্বেই বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দালাল সিন্ডিকেটের মাধ্যমে চোরাদের দ্বারা সুন্দরবনের মধু কেটে সাভার করেছে।