বদলে যাচ্ছে পুলিশের পোশাক-লোগো

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৭

ঢাকা প্রতিনিধি (কাজী মশিউর রহমান) ১২ আগস্ট ২০২৪, ০৯:৪৫ :পুলিশের পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।তিনি বলেন, পুলিশের পোশাক-লোগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে, কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এ পোশাকে ফিরতে চান না। অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান তারা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে রংপুরে আবু সাঈদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করা হবে। শুধু তাই নয়, যারা হুকুমদাতা তাদেরও আইনের আওতায় আনা হবে।

বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান, সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা, সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে তাদের। এ জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তারা। আর সবাই শিগগিরই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন বলেও জানান তারা।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ