শুক্রবার ,  ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ -  বসন্তকাল

ফ্রেন্ডশিপ হাসপাতালে উপকূলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে মত বিনিময়।

প্রকাশিত হয়েছে-

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা। বুধবার (২৪ মে) সাতক্ষীরার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ আহবান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ উপপরিচালক তানজিনা শারমিন জানান, জলবায়ু পরবির্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের মাঝে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশ্লিষ্ট রোগ-বালাই বাড়তে থাকলেও, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর পাশাপাশি উপকূলে লবনাক্ততার প্রভাবে জীবন-যাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ। উপকূলে বৃদ্ধি পেতে থাকা এসব সমস্যা সমাধানে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে এগিয়ে নিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপপরিচালক।

মতবিনিময় সভায় জনকল্যাণে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে সাধুবাদ জানান সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বক্তব্য রাখেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী।

সভাপতি’র বক্তব্যে, দক্ষিণ-পশ্চিমে লবনাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মো: মুজাহিদুল হক।

আরও বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক একেএম সাখাওয়াত হোসেন, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবির।

উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের পিআর ম্যানেজার জিলফুল মুরাদ শানু, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়ক শাহিন আহমেদ, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড ম্যানেজার মীর আফ্রাদ আকিব, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অয়ন দাস এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।