ফেনী মহিপালে শাকিব হত্যায় শেখ হাসিনা, কাদের, নাসিম, নিজাম মাসুদ চৌধুরীসহ সাড়ে ৩শ জনের বিরুদ্ধে অভিযোগ
আর.এ.জাবেদ :ফেনী জেলা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের সময় ফেনী শহরের মহিপালে আওয়ামীলীগ নেতাকর্মীদের গুলিবর্ষণে শাকিব হত্যার ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফেনীর ৩ জন সদ্য সাবেক সংসদ সদস্য যথা মে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করা হয়। গত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহ-সমন্বয়ক থাকা ওমর ফারুক শুভ বাদি হয়ে ফেনী মডেল থানায় অভিযোগটি জমা দেন। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট দুপুরে মহিপালে আন্দোলনে অংশ নেয় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা মোবাইল টেকনেশিয়ান ওয়াকিল আহমেদ আগ্নেয়াস্ত্র পিস্তল, বন্দুক, রাইফেল, শর্টগান, একে ৪৭ রাইফেল, এম-১৬ গান, দামা, তলোয়ার, চাইনীজ কুড়াইল নিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় আওয়ামীলীগ নেতাকর্মীরা। উল্লেখযোগ্য আসামির মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সহ-সম্পাদক জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খন্দকার, জেলা আওয়ামীলীগ সদস্য ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম মজুমদার, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিজাম উদ্দিন, দাগনভ এর পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী পৌরসভার কাউন্সিলর খালেদ খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, সহ-সভাপতি রাশেদুল হক হাজারী, ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, ফুলগাজী উপজেলা যুবলীগ সভাপতি সালেহ উদ্দিন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, পৌর ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভর নাম রয়েছে।