প্রেমতলীতে খেতুরী উৎসব উপলক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের ব্রিফিং
ফিরোজ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলীতে খেতুরীধামের মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল ২১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ টায় প্রেমতলী ডিগ্রী কলেজ মাঠে এক ব্রিফিং-এর আয়োজন করা হয়।উক্ত ব্রিফিংয়ের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খাইরুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম-সহ সর্বমোট ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার। তা ছাড়া রাজশাহী রেঞ্জের সাতটি জেলা হতে ৬০০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য-সহ সর্বমোট ১০০০ পুলিশ সদস্য এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করে। ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে, গোদাগাড়ী থানাধীন প্রেমতলীস্থ খেতুর ধামে গৌরাঙ্গবাড়ি মন্দির, রাধাগোবিন্দ মন্দির, তমালতলা ও ইসকন মন্দিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ সনাতনী অংশগ্রহণ করবেন।