মঙ্গলবার ,  ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ।

প্রকাশিত হয়েছে-

আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। খুলনার পাইকগাছা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে।১৯অক্টোবর বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় তিনি জীবিত ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট কার্ড ও সনদ এবং মৃত ১০৭ জন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের স্বজনদের হাতে সনদ তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত এ স্মার্টকার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।