বুধবার ,  ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

প্রকাশিত হয়েছে-

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন রানা। সাংবাদিক আঃ আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আওয়ামীলীগনেতা আরশাদ আলী বিশ্বাস, ষোল আনা সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপি’র টিম লিডারদের মধ্যে কবির উদ্দিন, দীপঙ্কর মন্ডল, জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মন্ডল, রাসেদুজ্জামান রাসেল, অনামিকা ঘোষ, নয়ন বিশ্বাস, ত্রান শাখার , সুজয় মিস্ত্রী, সবুর খাঁন, আঃ আজিজ,মারুক বিল্লাহ, সুমন আল মামুন সহ সিপিপি’র সদস্যবৃন্দ। সভা শেষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটির সহযোগীতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।