পাইকগাছায় প্রতিপক্ষরা পিটিয়ে ৩ মহিলা সহ ৪জনকে রক্তাক্ত জখম করেছে : হাসপাতালে ভর্তি।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় মন্দিরে যাতায়াতের রাস্তা বিঘ্ন সৃষ্টি করা কালে নিষেধ করায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৩ মহিলা সহ ৪ জন কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি পাইকগাছা থানার কপিলমুনির কাশিমনগর গ্রামে । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।অভিযোগে জানা যায়, খুলনার পাইকগাছা থানার কাশিমনগর গ্রামে মন্দিরে যাতায়াতের পথে প্রতিপক্ষ তরুণ,সুজন,বিকাশ, দীনবন্ধু, সাধন, পিয়াল বৈদ্যে, নিতাই মোনালিসা ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে পূর্ব সত্রুতার জের ধরে রাস্তার ইট তুলে ঘর বাঁধার চেষ্টা করতে থাকে।এ সময় গোলক সরদার বাঁধা দিলে তাকে মারপিট করতে থাকলে তার চেঁচামেচিতে বিশ্বনাথ, নিলিমা, বিথিকা,প্রতিকা, রামপ্রসাদ ঠেকাতে আসে। ঠেকাতে আসলে তাদের কেউ লাঠি সোঠা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।স্হানীয় লোক জন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় গোলক সরদার জানান তিনি বাদী হয়ে তরুন মন্ডল ১নং আসামী করে ৮জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে। পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।