পরীক্ষার হলে বোনকে নিয়ে যাওয়া হলো না ভাইয়ের, বোনের আহাজারি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৪৯

মোঃ সাইদুল ইসলাম হেলাল নওগাঁ জেলা প্রতিনিধি: খুলনার একটি এনজিওতে ম্যানেজার পোস্টে চাকরি করতেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মন্ডল।
১৫ মার্চ শুক্রবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিলো মান্নান মন্ডলের বোন ইতি রাণীর। তাই রোজার ছুটিতে সুযোগে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে মান্নান এসেছিলেন গ্রামের বাড়িতে।
শুক্রবার ১৫ মার্চ সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মান্নান মন্ডল বোন ইতিকে নওগাঁ শহরে কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে জেলার মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মান্নান মন্ডল মৃত্যু বরণ করেন।

অপরদিকে বোন ইতি রাণী সামান্য আহত হন। আর ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোন।

- Advertisement -

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ