পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগব্যবস্থাপনা ও এস ও ডির আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৩৫

গাজী আদনান: শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা ও এস ও ডির আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র ইউনিয়ন পরিষদের হল রুমে অত্র ইউনিয়নের ডব্লুডিএমসির সদস্যবৃন্দের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।USAID এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সবুর , এছাড়া উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য , মোঃ মফিজুল ইসলাম,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আকরামা খাতুন।দুর্যোগের সারা বছরের কাজ দুর্যোগ কালীন কাজ, দুর্যোগ পরবর্তী কাজ,সিগনাল ও সংকেত সমূহ সহ সকল বিষয়ে প্রশিক্ষন দান করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা.আরো উপস্থিতি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সি ডি এফ দেবব্রত মন্ডল।

এই বিভাগের আরও সংবাদ