নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা)এর পক্ষ হতে এক হাজার বন্যাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) এর পক্ষ হতে ফেনীর বিভিন্ন এলাকায় এক হাজার বন্যাত পরিবারের মাঝে চাল,ডাল,আটা,তেল,পিয়াজ এই ধরনের খাদ্য সামগ্রী পৌঁছানো হয় ,এই সময় নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) এর সম্মানিত চেয়ারম্যান যুবরাজ খান জানান দেশের এই দূর সময়ে নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) এর পক্ষ হতে মাস ব্যাপী ত্রাণ বিতরণের কর্মসূচী চলমান রয়েছে ও থাকবে। যুবরাজ খান জানান নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) এর পক্ষ হতে খাবার সামগ্রী পৌঁছানোর সাথে,সাথে বন্যায় যারা নানা রোগে আক্রান্ত হয়েছে,তাদের জন্য অভিজ্ঞ চিকিৎসক পাঠিয়ে চিকিৎসা সেবা প্রদান করবো যা আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়েছি ,যেহেতু আমরা মানুষ আর এই মানুষ হিসেবে দেশের দুরসময়ে নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) পাশে ছিলো আছে এবং আগামীতে ও থাকবে ।

এই বিভাগের আরও সংবাদ