নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখা এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর  উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর  সভাপতি আব্দুল আজিজ শেখ এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল হক,যুগ্ম সাধারণ  সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক, মেহেদী হাসান,    তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, সোহরাব ,এস আর সাকিল, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল,মোহাইমেনুল, প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ