নিয়ামতপুরে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুলআজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি :নওগাঁর নিয়ামতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ এর আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাকক্ষে ।;উক্ত সভা সঞ্চালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) রেজাউল করিম ,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ ।প্রস্তুতি সভায় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নিয়ামত পুর উপজেলার সরকারি সকল কর্মকর্তা উপজেলা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতির সভাপতি, সাংবাদিক গনকে সভায় আহ্বান করা হয়, যাতে করে দিবসটি পালনে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য সকলের মতামত গ্রহণ করা হয় ।
আজকের এই প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইমতিয়াজ মোরশেদ,অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান ,কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ মোসাদ্দেকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা শরিফ উল আলম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান
মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদ,প্রমুখ ।