নিয়ামতপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাজের দুরস্থ ও গরিব দুঃখী রোগীদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ মঞ্জুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোঃ সালেক চৌধুরী, আরও উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় প্রধান অতিথি ডাক্তার মোঃ ছালেক চৌধুরী বক্তব্যে বলেন, যেদিন নির্বাচন হবে বিএনপি সেদিন ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। সকলের মনজয় করে আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে, ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।