নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সাথে বাইকের ধাক্কা, ২ ছাত্রলীগ কর্মী নিহত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫৩

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবা‌ড়ী‌ উপজেলায় ‌মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন ছাত্রলীগ কর্মী নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৫ জুন) সকাল ১০টায় উপ‌জেলার বা‌জিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার পাচনখালী গ্রা‌মের মৃত আয়নাল হ‌কের ছে‌লে অন্তর আলী (১৬) ও একই এলাকার মিজানুর রহমা‌নের ছে‌লে রিফাত (১৪)। তারা উপ‌জেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলী‌গের কর্মী ছিলেন।

- Advertisement -

ধনবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে বা‌জিতপুর এলাকা অন্তর ও মিজানুর মোটরসাইকেলে যা‌চ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পাশে গা‌ছের সঙ্গে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে আইনগত প্রক্রিয়া শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ