নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিনদিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬) জুন রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকির ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নেহাল ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আবু রায়হান নেহাল গত শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে ভাইটকান্দি সখল্যা মোড় থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের টয়লেট থেকে পচা গন্ধ বের হলে ঢাকনা সরিয়ে লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিস্তারিত বলা যাবে। ইতোমধ্যে দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ