বুধবার ,  ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ -  হেমন্তকাল

নওগাঁ মহাদেবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁ মহাদেবপুরে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাদেবপুরের বকের মোড়ে খড়হাটির খড়ের পালার পিছনে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশেকে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, ‌‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর কোনো পরিচয় ও হত্যার কারণ কি তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।